আখাউড়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সড়ক বাজারের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সড়কবাজারস্থ ভুইয়া রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে আখাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় নারী পুরুষ অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলম মিয়া (৪২), তিশা আক্তার (১৯) ও শান্তা আক্তার (২৫) নামে তিনজনকে থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলম মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াম (বড় বাড়ী) গ্রামের জবেদ আলীর পুত্র। গ্রেফতারকৃত তিশা আখাউড়া ভবানীপুর গ্রামের। শান্তার বাড়ি ময়মনসিংহ ফুলপুর থানার ছোট শুনোই গ্রামে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবুল হাসিম জানায়, গ্রেফতারকৃত তিনজনকে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। হোটেলের একই কক্ষে নারী পুরুষ অসামাজিক কাজে লিপ্ত হয়ে এলাকার লোকজনদের শান্তি শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টির অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com