ব্রেকিং

x

আখাউড়ায় আওয়ামীলীগ নেতা ও মাদক ব্যবসায়িসহ গ্রেফতার ১৪

সোমবার, ০৩ মার্চ ২০২৫ | ৫:৩১ অপরাহ্ণ

আখাউড়ায় আওয়ামীলীগ নেতা ও মাদক ব্যবসায়িসহ গ্রেফতার ১৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের কয়েকঘন্টার অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী, অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ রয়েছে। এছাড়া ডেভিল হান্টের অভিযানে একজন ও সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে উপজেলার আমোদাবাদ থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কামেষ ও শামাল মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রাজন মিয়া গ্রেপ্তার হয়। পৃথক আরেক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে সড়ক বাজারের ভুইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলো, জামাল হোসেন, আখি, রাজু রহমান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ডালিম ও বাবুল মিয়া।
অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ কামালকে। এছাড়া সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানো রাজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!