ব্রেকিং

x

আখাউড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাংবাদিকদের ‘প্রজেক্ট সাবলম্বী’ উদ্বোধন

শনিবার, ১০ মে ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ

আখাউড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাংবাদিকদের ‘প্রজেক্ট সাবলম্বী’ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায় মানুষে পাশে দাঁড়াতে সাংবাদিকদের আয়োজনে ’প্রজেক্ট সাবলম্বী’ নামে একটি প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই প্রকল্পের আওতায় অসহায় দরিদ্র মানুষকে সাবলম্বী হিসাবে গড়ে তোলা হবে। শনিবার (১০ মে) দুপুর ১২টায় আখাউড়া পৌর মুক্তমঞ্চে প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম রাশেদুল ইসলাম।



প্রথম দিনে হালিমা বেগম নামে এক নারীর হাতে তার ভ্রাম্যমাণ হোটেলের পণ্য ও নগদ টাকা তুলে দেওয়া হয়।
প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, সহ-সভাপতি হারুনূর রশিদ। সাংবাদিক রাকিবুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক জুটন বনিক, সিনিয়র সাংবাদিক সাংবাদিক আনিসুর রহমান, প্রিন্ট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুনায়েদ হোসেন পলক, সাংগঠনিক সম্পাদক মো: রাসেল মিয়া, সাংবাদিক শেখ মো. নিজাম, শামীম আহমেদ ও ইসমাইল হোসেন প্রমুখ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!