ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগে একজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার মোগড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মোগড়া পল্লী বিদ্যুত সমিতির অফিস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে এক পুকুর থেকে মাটি কেটে আরেকটি পুকুর ভরাটের অপরাধে সেখানকার সবুজ মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সবুজ মিয়াকে অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যহত থাকবে। জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com