ব্রেকিং

x

আখাউড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

সোমবার, ০৫ মে ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

আখাউড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা অফিস। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৪১ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম।


উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৪১ জন কৃষককে কৃষি উপকরণ দেয়া হয়েছে। প্রতিটি কৃষককে ২৩ প্রকারের সবজি বিজ, ৬টি ফলের চারা, এক বস্তা জৈব স্যার, একটি বীজ সংরক্ষণ পাত্র, একটি প্লাষ্টিকের নেট, একটি পানির ঝাঝাড়ি ও একটি সাইন র্বোড দেয়া হয়। তিনি আরো জানান, পারিবারিক পুষ্টি বাগান কৃষকের পরিবারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। তাদের পুষ্টি চাহিদার পাশাপাশি অতিরিক্ত সবজি বিক্রি করে লাভবান হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মশিউর রহমান ও মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!