ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি।। ঈদে তিনি পৌরবাসীসহ উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, আসুন আমরা শান্তি শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করি।
তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসুক সব সংকট জয়ের সুসংহত বন্ধন। আসুন আমরা সবাই মিলে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূর হোক সব দুঃখ-কষ্ট।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com