ব্রেকিং

x

অস্ট্রেলিয়া প্রবাসীকে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ | ১:২৪ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া প্রবাসীকে হত্যার হুমকি, আতঙ্কে পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: মোজাম্মেল হক নামে এক অস্ট্রেলিয়া প্রবাসীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অপরিচিত ব্যক্তিরা বিভিন্ন ফোন নম্বর থেকে তার স্ত্রীর ফোনে কল দিয়ে এই হুমকি দিচ্ছে বলে তার পরিবার দাবী করেছে। আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে তার পুরা পরিবার। মো. মোজাম্মেল হক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের গোয়াল গাংগাইল গ্রামের বাসিন্দা এবং মৃত নরুল হকের ছেলে। তিনি গত ৬ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।


তার স্ত্রী অভিযোগ করেন, “সরকার পরিবর্তনের পর থেকে তাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি কোথায় আছেন? স্বামী কবে দেশে আসবেন—এসব জানতে চাওয়া হয় ফোন করে। ফোনে গালমন্দও করা হয়। এমন কি তার স্বামী দেশে আসলে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয় ফোনে। তিনি জানান, সম্প্রতি রাতের আধারে তাদের গ্রামের বাড়ির গেট ভেঙে ফেলা হয়েছে। কিছুদিন আগে বাড়ির পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলা হয়। এর আগেও এমন আরও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। হুমকির ভয়ে তিনি বর্তমানে সন্তানদের নিয়ে গ্রামের বাইরে অবস্থান করছেন বলেও তিনি জানান।


আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু সন্ত্রাসী এসব ঘটনার পেছনে জড়িত বলে তিনি ধারণা করছেন। দেশে থাকাকালীন তার স্বামীর ওপর একাধিকবার হামলা ও নির্যাতন করেছে তারা। এখন বলছে, আমার স্বামী দেশে ফিরলে তাকে হত্যা করা হবে। এমনকি মোবাইলে তাকেও খুনের হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান। এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে তিনি জানান তবে দ্রুত আইনগত সহায়তা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!