ব্রেকিং

x

অটিজমের শিকার শিশুরা সমাজের বোঝা নয়-ইউএনও শামছুজ্জামান

বৃহস্পতিবার, ১০ মে ২০১৮ | ৮:০১ অপরাহ্ণ

অটিজমের শিকার শিশুরা সমাজের বোঝা নয়-ইউএনও শামছুজ্জামান

আখাউড়ায় মাসব্যাপী বৈশাখ উৎসবের শেষ দিনে আজ বৃহস্প্রতিবার বিকালে আখাউড়া প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। অনুষ্ঠান উদ্বোধন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান বিল্লাল।


অনুষ্ঠান উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, অটিজমের শিকার শিশুরা সমাজের বোঝা নয়, সমাজের সম্পদ হতে পারে সেভাবেই গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। তাদের ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে হবে। তাহলেই তাদের কাছ থেকে আমাদের সমাজ অনেক বেশি শিখতে পারবে, জানতে পারবে।


তিনি অটিজমের শিকার প্রত্যাশি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রী তিথিকে বিনা বেতনে উপজেলা শিল্পকলা একাডেমি আখাউড়ায় নৃত্য প্রশিক্ষণের ঘোষনাও দেন।

এদিকে উদ্বোধনের পর প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বৈশাখের গান দিয়ে অনুষ্ঠানের সুচনা করে।  শিক্ষার্থী তিথির নৃত্য আর মাসুক, মুহিন, তুহিনদের সুরের মুর্ছনায় মুগ্ধ করে উপজেলা মিলনায়তন ভর্তি দর্শকদের। তিথির রিনিঝিনি নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠে পুরো মিলনায়তন। তাদের প্রতিটি গানের সাথে বাংলা সংগীতের ভুবনে হারিয়ে যায় দর্শকেরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, শিক্ষক দেবব্রত বনিক, সাবেক ছাত্রনেতা এনএস কবির পলাশ, শিক্ষক কাজী স্বপ্না সিফাত, শিক্ষক কুলসুম আক্তার, কাজী লুবনা ও আশারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মো: মনির হোসেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!