সাভার পৌর এলাকার নামা বাজারের উত্তর পাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের মো: আব্দুস সাত্তার (৪২) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়ানগর গ্রামের মৃত শেখ আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের স্ত্রী সালেহাকে আটকের পর ছেড়ে দেয়া হয়েছে।
আজ রোববার সকালে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিবেশী পূর্ব পরিচয়ের সূত্র ধরে মেয়ে শিশুটিকে বাড়ির পাশে রাস্তা থেকে অভিযুক্ত আব্দুল সাত্তার তার ভাড়া করা বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় বাসায় কেউ ছিল না।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়া শিশুটি কোনক্রমে বাড়িতে এসে বাবা-মাকে পুরো বিষয়টি জানায়। ঘটনার পর থেকে ধর্ষণকারী পলাতক থাকলে তার স্ত্রী সালেহাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।
থানা পুলিশ আজ শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওসিসি’তে ভর্তি করেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সাভার মডেল থানার (এসআই) আব্দুস সালাম শিশু ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুস সাত্তার পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষকের স্ত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com