ব্রেকিং

x

১৭ বছর পর চলচ্চিত্রে শমী কায়সার

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮ | ১১:৪৯ অপরাহ্ণ

১৭ বছর পর চলচ্চিত্রে শমী কায়সার

বাংলাদেশের শোবিজ জগতের একসয়ের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপন, নাটকে সমানতালে জনপ্রিয়তার সাক্ষর রেখেছিলেন দীর্ঘসময় ধরে।


এখন টেলিভিশিন কিংবা বড় পর্দায় তাঁকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। তবে সামনে এলো নতুন খবর। এবার ফের তাঁকে দেখা যাবে। ছোট পর্দায় নয় রীতিমতো বড়পর্দায় ফিরছেন তিনি। বলছিলাম শমী কায়সারের কথা।


শমী কায়সার অভিনয়ে ফিরছেন। তবে ছোট পর্দায় নয়। তাঁকে দেখা যাবে চলচ্চিত্রে। দীর্ঘ ১৭ বছর পর নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শমী কায়সার। ছবির নাম ‘যুদ্ধ শিশু’। শমী কায়সার সর্বশেষ ২০০১ সালে ‘হাসনরাজা’ নামে একটি সিনেমাতে অভিনয় করেন।

আজ বৃহস্পতিবাবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এখানেই ছবিটির পরিচালক শহিদুল হক খান শমী কায়সারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন।

পরিচালক শহিদুল হক খান বলেন, শমী কায়সার মোবাইল ফোনে বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। শমী কায়সার ছাড়া ছবিটি অভিনয় করছেন সাদিকা পারভীন পপি ও নাদিম খান।

এছাড়াও যুদ্ধশিশু ছবিতে চম্পা, সোহেল রানা অভিনয় করতে যাচ্ছেন। সূত্র: কালের কন্ঠ

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!