মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ |
১০:০৭ অপরাহ্ণ
ভারতের সাবেক রাষ্ট্রপতি বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি ১৫ জানুয়ারি সোমবার বাংলাদেশে আসছেন। ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে এই প্রথম তিনি বাংলাদেশে আসছেন।
এই সফরে তিনি চট্টগ্রামে অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্যসেনসহ বৃটিশ বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন। তার সফরসূচি থেকে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি মঙ্গলবার তিনি চট্টগ্রামে বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য স্থানে যাবেন। তবে চট্টগ্রাম সফরের সময় নির্ধারিত হলেও সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন অফিস সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি ঢাকায় আসবেন প্রণব মুখার্জি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎসহ কয়েকটি রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগ দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে যোগ দেওয়ারও কথা আছে বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত ভারতীয় রাজনৈতি নেতার। জানা যায়, তিনি নিজেই এই সফরে সূর্য সেনের জন্মভূমিসহ বৃটিশ বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র: নতুন বার্তা