প্রতিবারের মতো এবারও হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এদিন তিনি নিজের সরকারি আবাস থেকে হেঁটে ভোটকেন্দ্র শিশু বিহার স্কুলে যান ও নিজের ভোট প্রয়োগ করেন।
ভোট দিয়ে বের হওয়ার পর স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা ভোটের ফলাফল সম্পর্কে তার প্রতিক্রিয়া জানতে চায়।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রতিক্রিয়া কি? সব প্রশ্নের তিনি একটি উত্তর দেন, ‘ত্রিপুরা রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হচ্ছে।’
এবার কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে। ত্রিপুরা রাজ্য বিধানসভার ক্ষমতা দখলের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে দলটি।
সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com