ঢাকায় সড়ক দুর্ঘটনায় আখাউড়া তিতাস পাড়ের শ্যামনগর গ্রামের তানজিনা মোস্তফা সাথী (২৭) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাথী আখাউড়া তারাগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের ছোট বোন।
জানাগেছে, গতকাল রোববার সকালে সাথী তার স্বামীর সাথে বাইকে করে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার যাত্রীবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় একটি প্রাইভেটকারের চাপা পড়ে সাথী গুরুত্বর আহত হয়। আহত সাথীকে ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। সাথী আখাউড়া সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোস্তাফা মিয়ার কন্যা।
এদিকে তার মর্মান্তিক মৃত্যুতে আখাউড়া উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাথীর মর্মান্তিক মৃত্যুতে আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com