ব্রেকিং

x

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশী নিহত

রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮ | ২:৪৫ অপরাহ্ণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের জিজানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি আরবের একটি সূত্র এ খবর জানিয়েছে।


সূত্রটি জানায়, শনিবার সকালে জিজান প্রদেশের দক্ষিণে সামতাহ ও আল-হারেথের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আল ফাহাদ নামে একটি কোম্পানিতে চাকরি করতেন। সকালে কোম্পানির পিকআপে করে মোট ২৭ জন কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে যায়। ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়। আরো ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!