সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের মো: শরীফ মিয়া (৩০) নামে এক যুবক মারা গেছে। গতকাল রোববার বিকালে সৌদিআরবস্থ রিয়াদের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার চাচাতো ভাই আখাউড়া উপজেলা যুবলীগ নেতা ইকবাল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল হাসান আরো জানান, মৃত শরীফ মিয়া দুর্গাপুর গ্রামের মুলু হোসেনের পুত্র। করোনা পরিস্থিতির কয়েক মাস আগে সে চাকুরী নিয়ে সৌদিআরবে যায়। সেখানে কর্তব্যরত অবস্থায় গত ১০দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়। পরে তার অবস্থার অবনিত হলে সৌদিআরবস্থ রিয়াদের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। পরে গতকাল রোববার বিকাল ৫টায় হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। মৃত শরীফের স্ত্রীসহ ১৮ মাসের একটি সন্তান রয়েছে।
আরও পড়ুন: আখাউড়ায় পোকার ঔষধ খেয়ে গৃহবধুর আত্মহত্যা? চাচার অভিযোগ এটি হত্যাকান্ড
এদিকে শরীফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে শোকের মাতম চলছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com