ব্রেকিং

x

সিংগারবিলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ | ৩:০৪ অপরাহ্ণ

সিংগারবিলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

বিজয়নগরে অটোরিকশা দুর্ঘটনায় মো. তাসফি আহমেদ নামে (৫) একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


আজ মঙ্গলবার  সকাল ১১টায় বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের দৌলতবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তাসফি আহমেদ সিংগারবিল মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার মেয়ে। সে দৌলতবাড়ী কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বিজয়নগর থেকে আখাউড়াগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!