ব্রেকিং

x

স্বামীর চেয়ে স্ত্রীর বয়স ১৫ বছর বেশী

সাড়ে ৬ কোটি টাকা যৌতুক দিয়ে বিয়ে

রবিবার, ২৮ জানুয়ারি ২০১৮ | ১১:৩৪ অপরাহ্ণ

সাড়ে ৬ কোটি টাকা যৌতুক দিয়ে বিয়ে

বয়সে ১৫ বছরের ছোট এক তরুণকে বিয়ে করতে চান এক নারী। কিন্তু এতে মোটেই রাজি নন ওই তরুণের বাবা-মা। কাজেই অর্থের টোপ দিলেন ওই নারী। জানা গেছে, চীনের হাইনান প্রদেশের ওই ৩৮ বছরের মহিলা ২৩ বছরের তরুণকে বিয়ের জন্য পণ হিসেবে ৫০ লক্ষ ইউয়ান দিয়েছেন (বাংলাদেশী মুদ্রায় তা ছয় কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৩১৬ টাকা)। এরপরই বিয়েতে মত দেন তরুণের বাবা-মা। গত ১০ জানুয়ারি কিয়োনঘাই শহরে চার হাত এক হয়েছে।


chinese-bride-1444


 

ওই নারী শুধু তার স্বামীর তুলনায় ১৫ বছরের বড়ই নন। তার ১৪ বছরের এক সন্তানও রয়েছে।
বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি সংবাদমাধ্যম। ওই ভিডিওতে গাঢ় লাল রঙের স্পোর্টস কারে বরের সঙ্গে যাওয়ার সময় কনেকে দামী গয়নাপত্র পরে বৈভব প্রদর্শন করতে দেখা গেছে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!