ব্রেকিং

x

সাব-রেজিস্ট্রার খুনের প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও শোকসভা

বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ১২:০২ পূর্বাহ্ণ

সাব-রেজিস্ট্রার খুনের প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও শোকসভা

কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও শোকসভা করেছে আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখকরা। আজ মঙ্গলবার বিকালে আখাউড়া উপজেলা চত্বরে এই মানববন্ধন ও শোকসভা অনুষ্ঠিত হয়।


শোকসভা শেষে আখাউড়া সাব-রেজিস্ট্রার তাজনুভা জান্নাত বলেন, একজন প্রথম শ্রেনী কর্মকর্তাকে তার নিজের বাসায় ঢুকে যদি খুন করা হয় তাহলে সাধারন মানুষের নিরাপত্তা কতটা বিঘ্নিত তা প্রমান করে। আমরা নিজেরাও অনিরাপদ বোধ করছি। আমরা এই খুনের সুষ্ঠু বিচার চাই। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।


শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লিখক বাদল আহাম্মদ খান, ময়নাল হক ভুইয়া, তাজবীর আহমেদ, আবুল কাশেম, হাফেজ প্রমুখ।

উল্লেখ্য সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের বাড়িতে ঢুকে কুষ্টিয়া সদর উপজেলার সাব রেজিষ্ট্রার নুর মোহাম্মদ শাহকে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!