ব্রেকিং

x

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক প্রকাশ

শুক্রবার, ১০ জুলাই ২০২০ | ৪:১৩ অপরাহ্ণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক প্রকাশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি।


শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, সাহারা খাতুন ছিলেন আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে তিনি গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সারাজীবন কাজ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অবদান রাখেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ মানুষকে হারালো। আইনমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট সাহারা খাতুন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!