ব্রেকিং

x

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক প্রকাশ

রবিবার, ১৪ জুন ২০২০ | ৯:৫১ অপরাহ্ণ

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক প্রকাশ
আইনমন্ত্রী

জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।


শনিবার এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আরও পড়ুন: করোনায় স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের শোক প্রকাশ

আইনমন্ত্রী তার শোকবার্তায় বাংলাদেশের রাজনীতিতে মরহুম মোহাম্মদ নাসিমের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও সমাজের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!