ব্রেকিং

x

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কসবায় মানববন্ধন

রবিবার, ১২ আগস্ট ২০১৮ | ১:০৫ অপরাহ্ণ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কসবায় মানববন্ধন

সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে কসবা উপজেলা প্রেসক্লাব ও বিএমএসএফ’এর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ রোববার সকালে প্রেসক্লাব চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।


এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির,  প্রভাষক নজরুল ইসলাম, এস এম নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম জালাল ও রাসেল প্রমুখ।

বক্তারা,পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান। অন্যায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!