শনিবার দিবাগত রাতে সরাইল উপজেলার শাহবাজপুর – দেওড়া আঞ্চলিক সড়কে এ
বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন
গ্রামের আকতার হোসেনর ছেলে বাশার (৩৩), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার
সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এনতা (৩২)।
এ সময় সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামন ফকির সহ পাঁচ
পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি কাতুজ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল ইসলাম জানান, শনিবার দিনের
বেলা দুই ডাকাতকে আটক করার পর রাতে তাদের দেয়া তথ্য মতে অস্ত্র উদ্ধারের
অভিযানে যাওয়ার পথে শাহবাজপুর- দেওড়া আঞ্চলিক সড়কে তার সহযোগীরা তাকে
ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছোঁড়ে। এসময় আত্মরক্ষাতে পুলিশও পাল্টা
গুলি ছোঁড়ে। এ সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় জেলা সদর
হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com