আজ মঙ্গলবার সন্ধ্যায় সরাইলে পারিবারিক কলহকে কেন্দ্র করে রোকেয়া (২১) নামে এক গৃহবধূকে খুন করা হয়েছে। রোকেয়ার স্বামীর বাড়ি নিজসরাইল গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত রোকেয়া ফারুক মিয়ার স্ত্রী ও একই গ্রামের মমিন মিয়ার মেয়ে।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, স্বামী ফারুকের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আগে থেকেই কলহ চলছিল রোকেয়ার। এর জের ধরে ফারুক তাকে পিটিয়ে খুন করে হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় বলে দাবি নিহতের বাবার বাড়ির লোকজনের।
তিনি আরো জানান, নিহতের গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com