ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলে আখ্যা দিয়েছেন আসাম রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা তরুন গগৈ।
গতকাল বুধবার রাজধানী আগরতলার চারিপাড়া এলাকায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আয়োজিত নির্বাচনের প্রচারণা সভায় তিনি এ আখ্যা দেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অভিযাগ করে তিনি বলেন, বিজেপি হচ্ছে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল। এ দলের সর্বভারতীয় সভাপতি অমিত সাহ’র ছেলে জয় সাহ কি করে মাত্র ৫০ হাজার থেকে ৮শ’ কোটি রুপির মালিক হলেন, বিজেপি এর কোনো প্রমাণ দেখাতে পারবেন কি?
তিনি আরো বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলো তার একটিও তারা বাস্তবায়ন করেনি। বিজেপি শাসিত সবক’টি রাজ্য ও প্রদেশের অবস্থা শোচনীয়।
এ সময় সারাদেশে কংগ্রেস দল দ্রুত ঘুরে দাঁড়াবে আশাবাদ ব্যক্ত করে তিনি। এসময় সভায় দলের ত্রিপুরা রাজ্যের অবজারভার ভূপেন বরাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com