আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। একই সঙ্গে বিচারপতি নিয়োগ দেওয়া হবে হাইকোর্ট বিভাগেও। তাছাড়া আপিল বিভাগে কাজের দিকটা বিবেচনা করেই সেই সংখ্যক বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জাবাবে আইনমন্ত্রী বলেন, শিগগিরই বলতে এ মাস বা আগামী মাসের মধ্যেই বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
দশম জুডিশিয়ারির ফল এক বছর হয়ে গেছে কিন্তু এখনও সেটি গেজেট হচ্ছে না কেন, জানতে চাইলে তিনি বলেন, আমি এইমাত্র তথ্য পেলাম পোস্টিংয়ের বিষয়াদি প্রক্রিয়াধীন। এ মাসের মধ্যেই এ গেজেট প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ।
এর আগে মামলা পরিচালনায় বিচারকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া প্রশিক্ষণে যা শেখানো হবে তা মামলার পরিচালনায় প্রয়োগ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। সূত্র: কালের কন্ঠ
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com