ব্রেকিং

x

শাহরুখের বিরুদ্ধে চুরির অভিযোগ!

রবিবার, ০৭ জানুয়ারি ২০১৮ | ৭:১৩ অপরাহ্ণ

শাহরুখের বিরুদ্ধে চুরির অভিযোগ!
শাহরুখ ও কবি মিথিলেশ বারিয়া

বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। গেল বছরের ফ্লপ অবস্থা থেকে নতুন ছবি ‘জিরো’ দিয়ে ফের বক্স অফিসে ঝড় তোলার ইচ্ছা ছিল তার।


তবে ‘জিরো’ নিয়ে শুরুতেই উঠেছে চুরির অভিযোগ, বলিপাড়ায় শুরু হয়েছে বিতর্ক।


সমস্যা বেধেছে সিনেমাটির টিজারে প্রকাশিত ট্যাগ লাইন নিয়ে।

কবি মিথিলেশ বারিয়া দাবি করেছেন সিনেমাটির ট্যাগ লাইন হিসেবে ব্যবহৃত- ‘টিকিট লিয়ে ব্যায়ঠে হ্যায় লোগ মেরি জিন্দেগি কি, তামাশা ভি পুরা হোনা চাহিয়ে’ লাইনটি তার কবিতা থেকে নেয়া হয়েছে।

তবে এ জন্য তার কোনো অনুমতি বা সিনেমার কোথাও তার নাম উল্লেখ করা হয়নি।

সিনেমার পরিচালক আনন্দ এল-রাই বা অভিনেতা শাহরুখ খান অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

তবে সিনেমার লেখক গণমাধ্যমকে জানিয়েছেন, পরিচালক আনন্দ এল রাই নাকি তাকে আশ্বাস দিয়ে‌ছেন যে, ত্রুটি সংশোধন করে মিথিলেশকে তার কবিতা থেকে নেয়া লাইনের জন্য প্রাপ্য স্বীকৃতি দেয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!