ব্রেকিং

x

শপথ নিলেন ত্রিপুরার প্রধান বিচারপতি অজয় রুস্তগী

বৃহস্পতিবার, ০১ মার্চ ২০১৮ | ১০:১১ অপরাহ্ণ

শপথ নিলেন ত্রিপুরার প্রধান বিচারপতি অজয় রুস্তগী

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি অজয় রুস্তগী। শপথ বাক্যপাঠ করান ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়।


আজ বৃহস্পতিবার রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যপাল এ শপথ বাক্যপাঠ করান।


এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক, আইন সচিব দাতা মোহন জমাতিয়া, পশ্চিম জেলার জেলা শাসক ডা. মিলিন্দ রামটেক, পশ্চিম জেলার পুলিশ আধিকারিক অভিজিত শপ্তর্ষী, ত্রিপুরা হাইকোর্টের সাবেক বিচার ইউ বি সাহা প্রমুখ।

সদস্য বিদায়ী প্রধান বিচারপতি টি ভাইফেই’র স্থলাভিষিক্ত হলেন বিচারপতি অজয় রুস্তগী। টি ভাইফেই’র কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসরে চলে যান।

রাজস্থান হাইকোর্টের সিনিয়র বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন বিচারপতি অজয় রুস্তগী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!