নুরুন্নবী ভুইয়া:
করোনায় লকডাউনে আটকা পড়া জমিলা খাতুন (৩৫) নামে এক ভারতীয় নারী বাংলাদেশে জন্ম দিলেন পুত্র সন্তান। আজ বৃহস্প্রতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই সন্তান কোলে নিয়ে দেশে ফিরলেন তিনি। তাদের বাড়ি ভারত ত্রিপুরারাজ্যের কয়লা শহর এলাকায়।
জমিলার স্বামী মফিজ আলী জানায়, সন্তান সম্ভাব্য স্ত্রী ও এক সন্তান নিয়ে গত ৫ ফেব্রুয়ারী বাংলাদেশের শ্রীমঙ্গল ভ্রমনে আসেন। মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার পথে লকডাউনে বাংলাদেশে তারা আটকা পড়ে যায়। এই অবস্থায় গত ১৬ মে সন্তান সম্ভাব্য স্ত্রী জমিলা খাতুন শ্রীমঙ্গল মজুমদার নার্সিংহোমে পুত্র সন্তান জন্ম দেন। সন্তানের নাম রাখেন মাহবুব আবির। বর্তমানে সুস্থ্য অবস্থায় সন্তানকে নিয়ে তিনি দেশে ফিরছেন বলেও জানান।
আরও পড়ুন: আখাউড়ায় ‘ফেসবুক ভালোবাসায়’ সিক্ত হলেন ভারতীয় পরিবার
তিনি আরো জানান, বাংলাদেশে এসেছিলেন এক সন্তান নিয়ে কিন্তু ভারতে ফিরছেন তিনি দুই সন্তান নিয়ে। লকডাউনে বাংলাদেশ জন্ম নেয়া ‘মাহবুব আবির’ করোনার একটি বড় স্মৃতি ও উপহার হিসাবে আজীবন মনে থাকবে তাদের। আবিরকে দেশে ফেরার অনুমতি দেয়ায় বাংলাদেশ সরকার ও চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনকে তিনি ধন্যবাদ জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com