ব্রেকিং

x

রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশ শুরু হয়েছে

সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮ | ২:১৮ অপরাহ্ণ

রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশ শুরু হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশ শুরু হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার চিনাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠান উদ্বোধন শেষে অতিথিরা জানান, স্কাউট হচ্ছে তরুণ, তরুণীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটি আন্দোলন। যা শুরু হয়েছিল শতবর্ষ আগে। সেই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। স্কাউট শিক্ষার মাধ্যমে তারা আরো সমাজ সচেতন হয়ে উঠবে।


জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আলমগীর কবীর, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্কাউট কমিশনার সুব্রত কুমার বণিক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, জেলা স্কাউটের সদস্য সচিব নিয়াজ মুহাম্মদ কাজল।


সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১৬টি দল অংশ নিয়েছে। প্রতিটি দলে ৯ জন করে সদস্য রয়েছে। স্কাউটে অংশগ্রহণকারীরা চার দিনব্যাপী ক্যাম্প ডিসপ্লে, ক‍ুচ কাওয়াজ, আত্মনির্ভরশীলতা সর্ম্পকে জানতে পারবে। ১৭ জানুয়ারি সমাবেশ শেষ হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!