ব্রেকিং

x

রোগশয্যা থেকে

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ১০:৫৮ অপরাহ্ণ

রোগশয্যা থেকে
ডা: ইন্দিরা দাশ

ডা: ইন্দিরা দাশ-
রোগশয্যা থেকে
আমার বিছানা থেকে একফালি আকাশ
ছাইরঙা জলছাপ
শেষ গোলাপ বারান্দায়
ভীষণ চুপচাপ।
জমে ওঠা ওষুধের রাংতার ভিড়, যদিও প্রহরী এখানে
আমি জানি ডাক দিলে এক মনে,
নিঃসীম থেকে আজকেও
অন্তমিল, ছন্দহীন, বন্ধু কোনও জন
পাশে এসে বসবেই সেও
যতই আলপিন ভরা থাক এ কম্বল-তোশক
তবে তাই হোক
ঘুমের মাঠের থেকে আড়মোড়া ভেঙ্গে নয় জাগুক মনন
আসুক সে ক্ষণ
সিঁড়ি গাঁথো শব্দেরা, নিয়ে চলো প্রিয় পঙক্তিরা আমায়
আলোয়, সুস্থতায়।
যেখানেতে সমুদ্রের পারে
ইজেলে আঁকিয়েছ কখনও মগ্ন নার্সিসাস
কাব্যে ছন্দে বারে বারে
টাইবার, কিংবা হয়ত বা পদ্মগন্ধা নদীটির তীরে
ভালোবেসে ঢালিয়েছ বর্ষীয়সী ভেনাস শরীরে
কোমরের নতুনতর খাঁজ
শব্দের স্থাপত্যে সু সাজ
কত অরফিউস বাজিয়েছে হার্পের ঝংকার
অক্ষরে অক্ষরে আমার
অথবা ফেলে আসা প্রিয় শহরের অলিগলি ঘিরে,
নিয়ে চলো-
যেখানেতে পুরনো প্রেমিকেরা খয়েরি প্রজাপতি হয়ে উড়ে ফেরে।
কোনোদিন দূর আনারস ক্ষেতে
পারস্য সুন্দরীর চোখে বালিরঙ্গা ইঙ্গিতে,
আবার হিজলের বনে
তুমিই না…তুমিই তো…?
আর কারও মুখ বারবার পড়িয়েছ মনে।
এইসব অতদূর ঘুরে
ক্লান্ত শরীরে
তবুও তোমার কাছেই ফেরা হে বন্ধু,
ব্যাথাতুর নগ্ন চেহারায়,
পুরনো পালক ছেড়েছুঁড়ে রোগশয্যায়-
আমার আমিকে নিয়ে , ডাহুকের ডাকভরা দুপুরের পান্ডুলিপি ভরে
নিয়ে চলো একমুঠো দূরে,
সূর্যের তলায়
সোনালী আরোগ্য রোদ দাও কবিতা আমায়।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!