রাশিয়ায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। আজ রবিবার রাশিয়া ও কাজাকিস্তান সীমান্ত সংলগ্ন অরস্কে এই বিমান দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
জানা গেছে, ৬৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মীকে নিয়ে সারাতোভ এয়ারলাইন্সের বিমানটি এদিন সকালে অরস্কের উদ্দেশে যাত্রা শুরু করে। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে এটিসি’র সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই রামেনস্কি এলাকায় বিমানটি ভেঙে পড়ার খবর মেলে। দুর্ঘটনার সাথে সাথেই উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায়। শুরু হয়েছে উদ্ধারকাজ।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দারা হঠাৎই দেখতে পান একটি জ্বলন্ত বিমান মাটিতে এসে আছড়ে পড়ল। সুত্র: বাংলাদেশ প্রতিদিন
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com