রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীনের বিরুদ্ধে হত্যার হুমকিসহ মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন শিক্ষিকার শাশুড়ি রোকেয়া বেগম। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগে এসব কথা বলেন রোকেয়া বেগম।
রোকেয়া বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক রুখসানা পারভীনের স্বামী বেলায়েত হোসেন (এডিশনাল এসপি, বাংলাদেশে পুলিশ)-এর মা। আমার একমাত্র পুত্র বেলায়েত হোসেনের সাথে রুখসানা পারভীনের বিবাহের পর থেকে বিভিন্ন সময়ে এবং বর্তমানেও নানাভাবে আমাকে এবং আমার পরিবারের অন্যান্যদের চরমভাবে অপমান-অপদস্ত, অরুচিকর আচরণ ও প্রাণনাশের হুমকিসহ ভাষায় অপ্রকাশযোগ্য গালাগালি এবং নানা ধরনের মানসিক নির্যাতন করে আসছে।’
অভিযোগের প্রমাণ হিসেবে তাদের মধ্যকার মোবাইলে কথোপকথনের রেকর্ড প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রুকসানা পারভীন বলেন, ‘এটা পারিবারিক বিষয়, পারিবারিকভাবেই এর সমাধান করা হবে। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় থেকে কোনো চিঠি পাইনি।’
এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিযোগের চিঠি আমরা হাতে পেয়েছি। পরে ভিসির সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে এই শিক্ষিকার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাদিম মোস্তফা নামের এক শিক্ষার্থী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com