ব্রেকিং

x

রমজানের ইবাদত

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | ১১:০৫ পূর্বাহ্ণ

রমজানের ইবাদত

সিবগাতুর রহমান-
-রমজানের ইবাদত


রমজানের রোজার মতো ইবাদত আর নাই
আল্লাহ স্বয়ং এর প্রতিদান জেনো মোমিন ভাই।


এইরূপ ইবাদতের ফজল যায়না হাতে গোনা
নিজেরে জ্বালিয়ে ও ভাই করো খাঁটি সোনা।
শয়তান সব শিকলাবদ্দ বেহেশত দ্বার খোলা
রিপুর আবেগ দমন করে নিজেরে দাও দোলা।

খোদার তরে ত্যাজ্য করো সকল আহার দিনে
রাত গভীরে তাহাজ্জুতে ঝুক তাহাঁর পানে।
মনের যতো মন্দ সবই দহন করো ভাই
লভিয়া নাজাত খোদার অন্তরে লও ঠাই।

নামাজ যাকাত তিলাওয়াতের ছুটাও ফোয়ারা
আল্লাহ নাম যপিয়া কাটাও দিবানিশি সারা।
শেষ দশকে বেজোড় রাতে খোজ দিয়া মন
পাইলেও পাইতে পার ভাই খোদার দরশন।

দরবারে তোমারগো খোদা করছি মিনতি
মোদেরে দেখাও তোমার নূরের জ্যোতি।
তোমার খুশির তরে ওগো মোদের এ সংযম
কবুল করে নাও গো প্রভু আমরা যে অধম।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!