সুইডেন ভিত্তিক পোশাক বিক্রেতা কোম্পানি এইচঅ্যান্ডএম এর বাজারজাত করা মোজায় আরবিতে ‘আল্লাহ’ লেখা থাকার অভিযোগ পাওয়া গেছে। অবশ্য অভিযোগের পরপরই কোম্পানিটি ক্ষমা চেয়েছে। অভিযোগ পাওয়ার পরই ওই ব্র্যান্ডের মোজাগুলো বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্যাজেন্স নিহেটার।
সম্প্রতি বাজারজাত করা বাচ্চাদের ওই মোজায় অন্য চিত্রের সঙ্গে একটি অঙ্কন আছে, যেটিকে উল্টোভাবে ধরলে আরবি হরফে- ‘আল্লাহ’ শব্দ বলে মনে হয়। এইচঅ্যান্ডএম জানিয়েছে- ইচ্ছা করে আরবি বর্ণমালার ওই শব্দটি ব্যবহার করা হয়নি, এর মাধ্যমে কোনো বার্তাও দেয়ার চেষ্টা করা হয়নি। বিষয়টি আসলেই কাকতালীয়। সূত্র: নয়াদিগন্ত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com