ব্রেকিং

x

মোগড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

শনিবার, ২০ জানুয়ারি ২০১৮ | ৮:৩২ অপরাহ্ণ

মোগড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা
মোগড়া উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনির হোসেন

মোগড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা


 


প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনির হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নওয়াব মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মনিয়ন্ধ  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূইয়া, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক,সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম হিরণ, অভিভাবক প্রতিনিধি আবু কাউছার মোল্লা, আলহাজ হুমায়ন কবির জিতুসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা । ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া  হয়। অনুষ্ঠানে আখাউড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নিমন্ত্রিত সাংবাদিকরা অংশগ্রহণ করেন । অনুষ্ঠান সঞ্চলনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালাম।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!