ব্রেকিং

x

মেয়ের শ্লীলতাহানির দায়ে বাবার কারাদণ্ড

রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ | ৯:৩২ পূর্বাহ্ণ

মেয়ের শ্লীলতাহানির দায়ে বাবার কারাদণ্ড
প্রতীকী ছবি

ভারতে নিজের মেয়ের শ্লীলতাহানির দায়ে সশ্রম কারাদন্ড হল বাবার। শনিবার হাওড়া আদালতে দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আসামির ছয় বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা দিয়েছে আদালত।


ঘটনাটি ঘটেছিল গত ২০১৬ সালের জুলাই মাসে। জানা যায় ঘটনার দিন হাওড়া থানা এলাকার নূর মুন্সি লেনের বাসিন্দা সাজিদ আলি ওরফে মুন্না নিজের ১৫ বছরের নাবালিকা মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেন এবং তার শ্লীলতাহানি করেন। শুধু তাই নয়, পরপর দু’দিন ঘটে এই ঘটনা।


এরপর ওই নাবালিকা পুরো বিষয়টি বাড়িতে তার মাকে জানায়। এই ঘটনা শুনে বাড়িতে স্ত্রীয়ের সঙ্গে চরম অশান্তি করে সাজিদ আলি। পরের দিন সেই নাবালিকার মা মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ওই বছরের ১৬ জুলাই সাজিদ আলিকে হাওড়া থানার পুলিশ গ্রেফতার করে। শনিবার এই মামলার রায় ঘোষণা হয়। হাওড়া জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়েরা বিচারক তথা পকসো আইনের বিচারক মিহির কুমার মন্ডল এই সাজা দিয়েছেন।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!