ব্রেকিং

x

মুসলিম মেয়র ও আ. লীগ সভাপতির কাঁধে হিন্দু নারীর লাশ

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ | ১১:১৯ অপরাহ্ণ

মুসলিম মেয়র ও আ. লীগ সভাপতির কাঁধে হিন্দু নারীর লাশ

খাটিয়ায় করে যাচ্ছে হিন্দু নারীর লাশ। খাটিয়ার সামনে একপাশ কাঁধে নিয়ে রেখেছেন মুসলিম মেয়র, আরেক পাশে পৌর আওয়ামী লীগ সভাপতি। পিছনে হরে কৃষ্ণ নাম। ঘটনাটি আখাউড়া পৌরসভার রাধানগর গ্রামে। সাম্প্রদায়িক সম্প্রীতির নানা উদাহরণ সৃষ্টি।


খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার আখাউড়া পৌর এলাকার রাধানগরের প্রদীপ সাহার স্ত্রী বিজলি রানী সাহা (৬২) বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা পৌণে তিনটায় তিনি মারা যান। রাত পৌণে ১০টায় লাশ নিয়ে আসা হয়।


আখাউড়া পৌরসভার মেয়র ও যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদলসহ অনেক মুসলিম লোকজন প্রয়াতের বাসায় আগে থেকেই উপস্থিত ছিলেন। খাটিয়ায় লাশ উঠানোর সঙ্গে সঙ্গে ওই দুই নেতা কাঁধে তুলে নেন। এছাড়া পর্যায়ক্রমে অনেক মুসলিম লোক লাশ কাঁধে তুলে নেন। লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!