ব্রেকিং

x

মুসলিম নারীদের জন্য পুরুষের ফুটবল খেলা দেখা হারাম

বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮ | ৯:০৪ পূর্বাহ্ণ

মুসলিম নারীদের জন্য পুরুষের ফুটবল খেলা দেখা হারাম

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি আতহার কাসমি মুসলিম নারীদের জন্য ছেলেদের ফুটবল খেলা দেখা হারাম বলে ফতোয়া দিয়েছেন। কারন হিসেবে তিনি বলেছেন, ছেলেরা উরু বের করে ফুটবল খেলে। খবর টাইমস অব ইন্ডিয়ার।


গত শুক্রবার জুমা নামাজের খুতবায় তিনি এই ফতোয়া জারি করে বলেন, পুরুষ ফুটবলারদের হাঁটু খোলা থাকে, যা ইসলামি রীতির বিরোধী। তাই মুসলিম নারীদের জন্য পুরুষদের ফুটবল খেলা দেখা হারাম।


এ সময় মুসলিম স্বামীদেরও সমালোচনা করে তিনি বলেন, আপনাদের কোনো লজ্জা নেই? আপনারা আল্লাহকে ভয় করেন না? আপনাদের স্ত্রীদের এ ধরনের বিষয় দেখতে দিচ্ছেন।

কাসমি আরও বলেন, নারীরা ফুটবলারদের উরুর দিকে তাকিয়ে কী পাবে। তারা শুধু পুরুষ ফুটবলারদের উরুর দিকেই চেয়ে থাকবে। এমনকি গোল করার মুহূর্তটাও মিস করবে তারা।

১৫০ বছরের পুরনো সুন্নি হানাফিপন্থী দারুল উলুম দেওবন্দ ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। বিশ্লেষকদের অভিযোগ ইসলামের কঠোর ব্যাখ্যার কারণে প্রতিষ্ঠানটি তালেবানের মতো জঙ্গিগোষ্ঠীর মতাদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!