মা
-তাহিদা আক্তার সেলিনা, ঢাকা।
সময় চলছে নিজের মতো,
আমরা তো বেঁচে ই আছি।
থেমে নেই কিছুই, সব ই চলছে,
তবে ঠিকঠাক নয়, বিচ্ছিরি রকম করে।
তাই তো, আমাদের মিলনমেলায়
এখন আর প্রাণ নেই।
আমরা হাসি, আড়ালে বিষাদ।
আমরা হৈ হুল্লোড়ে মাতি,
ভেতরে চাপা কান্না নিয়ে।
কান্না আড়াল রাখি বাহানায়,
সবাই এখন লুকোচুরি খেলি।
এখনও স্বপ্ন আসে ঠিক চোখে,
মনকে ছুঁয়ে যায় না একবারও।
স্বপ্ন গুলো রং খোঁজে না,
নীল ফ্রেমে বন্ধী থাকে বিবর্ণতায়।
সবার ভেতরে তোমার তীব্র শূণ্যতায়
আমরা সবাই ক্ষণে ক্ষণে বিদীর্ণ হই।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com