ব্রেকিং

x

মালয়েশিয়ায় মানব পাচার কাজে জড়িত ৫১ বাংলাদেশি আটক

শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮ | ১১:৪৬ অপরাহ্ণ

মালয়েশিয়ায় মানব পাচার কাজে জড়িত ৫১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে মানব পাচারচক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী জানিয়েছেন, শুক্রবার দিনের প্রথম ভাগে শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়। খবর দ্য স্টার অনলাইন।


তিনি বলেন, আবাং বাংলা নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।


তাদের দখলে থাকা ওই বাড়ির ওপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা।

মুস্তাফার বলেন, ২০ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি।

তিনি বলেন, এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।

এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার মালয়েশীয় রিংগিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!