ব্রেকিং

x

আখাউড়ায় মন্ত্রীমহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় উন্নয়নের কাজ শুরু হয়েছে-ইউএনও শামছুজ্জামান

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | ৮:৫১ অপরাহ্ণ

আখাউড়ায় মন্ত্রীমহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় উন্নয়নের কাজ শুরু হয়েছে-ইউএনও শামছুজ্জামান
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জামান সড়ক উন্নয়নের কাজ শুরু করছেন

আজ সোমবার আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের চলাচল অনুপযোগী দুইটি রাস্তার কাজ শুরু হয়েছে। বান্ডুসার-গোয়াল গাঙ্গাইল ও কর্মমঠ-ধর্মনগরের এই দুইটি রাস্তা উন্নয়নের অভাবে স্থানীয় লোকজন পথ চলাচলে ভোগছিল। প্রায় ২ কোটি বরাদ্ধ হয়েছে এই উন্নয়ন কাজের জন্য। সকালে এই কাজের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, দেশের আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই রাস্তা দুইটি একেবারে চলাচল অনুপযোগী ছিল।


28379624_1830522080578419_4232731988739815823_n
জানাগেছে, বান্ডুসার-গোয়াল গাঙ্গাইল সড়কের ১.৮ কিলোমিটার সড়ক মেরামত হবে। এই কাজের জন্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে। অপরদিকে কর্মমঠ-ধর্মনগর ঘাগুটিয়া সড়ক মেরামতের জন্য ৪২ লাখ টাকা বরাদ্ধ হয়েছে।
সড়ক উন্নয়নের কাজের উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল ভুইয়াসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দরা।
এদিকে সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় মন্ত্রীমহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উপস্থিত সবাই মিষ্টিমুখ করেন।


28471837_828015560741128_2478065906983780232_n

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!