ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি দুইদিনের সফরে আগামী মঙ্গলবার আখাউড়া ও কসবায় আসছেন।
এদিকে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানিয়েছেন, দুইদিনের সফরকালে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি মঙ্গলবার দিনের শুরুতেই আখাউড়া খড়মপুর মাজার শরীফ জিয়ারত করবেন। পরে আখাউড়া উপজেলার সমস্ত মসজিদের ইমামদের সাথে সৌজন্য স্বাক্ষাত করে দোয়া চাইবেন।
আখাউড়া পৌরসভার মেয়র আরো জানান, সকাল ১২টার পর আইনমন্ত্রী সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় বা আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। মনোনয়নপত্র দাখিল শেষে দুপুর ২টায় আখাউড়া সড়কবাজার মুক্তমঞ্চের জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। পরে তিনি কসবার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এসময় উপস্থিত থাকবেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com