ব্রেকিং

x

মনের কক্ষপথ

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | ১০:০৬ অপরাহ্ণ

মনের কক্ষপথ
সাগরিকা নাথ শর্মা

-সাগরিকা নাথ শর্মা
মনের কক্ষপথ
সুদূর ভাসমান কোনো গ্রহের মতো যদি তোমারও অনুজ্জ্বল উপস্থিতি
আমায় লালায়িত করে যেতো একনাগাড়ে,
আমি দীর্ঘ ক্ষমা রেখার বাইরে গিয়ে তোমার নামে লিখে দিতাম গোটা ব্রহ্মাণ্ড!


কিন্তু তুমি এই ভরপুর আকাশের নীচে শূন্যতা নিয়ে কথা বলো,
তুমি বলো উপগ্রহরা বহুবাদী নয়!


অথচ তারও বিপরীতে! আমি তোমায় মনের কক্ষপথ দিয়েছি,
তুমি শুধু নক্ষত্র ভেবে দূরে সরে গেছো, আমি পুড়িয়ে দিতে পারি বলেই !

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!