বিয়ে হয়েছে এক মাসও হয়নি এখনো। কিন্তু এরই মধ্যে নাকি সঙ্কটে বিরাট অনুষ্কার বিয়ে। কী এমন হোল যে এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে সঙ্কট দেখা দিল। সদ্য কেপ টাউনে বরের সঙ্গে হুল্লোর করে সময় কাটিয়ে দেশে ফিরেছেন অনুষ্কা। তার মধ্যেই এত কাণ্ড।!
সূত্রের খবর বিরাট অনুষ্কার আইনি বিয়েটাই নাকি বাতিল হয়ে যেতে পারে। ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে বিয়ে করেছেন তারা। সেই খবর নাকি রোমের ভারতীয় দূতাবাসকেই দেননি তারা।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিয়ের রিসেপশন পার্টির আমন্ত্রণ জানিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী দিল্লির সেই রিসেপশনপার্টিতে গিয়েও ছিলেন। পাঞ্জাব ও হরিয়ানার এক আইনজীবী নাকি আরটিআই করে জানতে চেয়েছিলেন বিরুষ্কার ম্যারেজ রেজিস্ট্রেশন। তাতেই ভারতীয় দূতাবাস জানিয়েছে বিরাট অনুষ্কা নাকি বিয়ে খবর ভারতীয় দূতাবাদের ম্যারেজ অফিসারকে জানাননি। সেকারণে তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন আইনত নয়। ভারতে দ্বিতীয়বার তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন করতে হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com