ভুলের মাশুল
আর্যনগর থেকে এসে
ফিরে গেলে লাশকাটা ঘরে –
সমাজ রক্ষিতা চেনে
খদ্দের চেনে না?
কে বানালো তোমায় রক্ষিতা!
প্রেম না লোভ!
লালসা না সরলতা!
প্রলোভন না ভালোবাসা!
কে তোমায় দেখালো এ পথ?
ভুল ছিল কার!
জীবন দিয়ে দিয়েছ তো ভুলের মাশুল!
বেঁচে যেতে পারো নি তো
কলংকের আগুনে পুড়ে হয়ে গেছো ছাই।
হেলেন-ইভ না সীতা
ট্রয় -জান্নাত কিংবা রামরাজ্য সব দোষ
নারীতেই শেষ।
তোমার তো আঠারোও নয়,
নেই পিতৃ-মাতৃছায়া!
ফ্লাটের
ভন্ডামী প্রেমে –
পুতুলের নাচে-একটি মথিত ফুলে- গরলে,
কালবোশেখী দিলো শেষ করে।
ভন্ড বাহুতে সপে দিও নাকো আর
জীবনের সুর দিয়ে গেয়ে যেও
জীবনের জয়গান –
তোমার নিজের সুরে নিজের মেধা ও গুণে
হয়ে ওঠো বলিয়ান-
ভুলেও করোনা তো ভুল মানুষ চিনতে আর।
-শিমুল সুলতানা, কবি ও শিক্ষক
ঝালকাঠি
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com