সোমবার ও মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভাসমান শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। আখাউড়া রেলজংশন স্টেশন, গঙ্গাসাগর রেলস্টেশন, মোগড়াবাজার, দুর্গাপুর, তারাগন নামের ৫টি জায়গায় দুইদিনে ২৫০জন ভাসমান শীতার্তদের মধ্যে শীতবস্ত্র করেন তিনি। মঙ্গলবার রাত ১২টায় শীতবস্ত্র বিতরণ করেন আখাউড়া রেলজংশন স্টেশন এবং তারাগন গ্রামে। সোমবার রাতে শীতবস্ত্র বিতরন করেন মোগড়া বাজার, গঙ্গাসাগর রেলস্টেশন, আখাউড়া রেলজংশন, দুর্গাপুর গ্রামে। শীতবস্ত্র বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিভিন্ন জায়গায় ভাসমান শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরনের সময় যারা উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী, মোগড়া ইউপি চেয়ারম্যান মনির হোসেন, এশিয়ান টিভির সাংবাদিক জুটন বনিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ তানজিল শাহ, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম ও সাংবাদিক জালাল হোসেন মামুন প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com