ব্রেকিং

x

ভালোবাসা দিবসে স্ত্রীর পিছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছেন স্বামী!

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | ৯:১১ পূর্বাহ্ণ

ভালোবাসা দিবসে স্ত্রীর পিছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছেন স্বামী!

ভালোবাসা দিবসটা একান্তেই কাটানোর কথা ছিল শম্পা হাসনাইন ও শাখাওয়াত সাগর দম্পতির। কিন্তু সে পরিকল্পনা বাদ দিয়ে সাগর মারার জন্য স্ত্রী শম্পার পিছু পিছু দৌড়ালেন। স্বামীর তাড়া খেয়ে আতঙ্কে ব্যস্ত রাস্তায় রিকশা-গাড়ি উপেক্ষা করেই প্রাণপনে দৌড়েছেন শম্পা।


3(1)


তবে সবই হয়েছে নাটকে চরিত্রের প্রয়োজনে। এবারের ভালোবাসা দিবসটাও শ্যুটিং সেটেই কেঁটেছে সাগর-শম্পার। সেখানেই পর্দা ও বাস্তবের স্বামী সাগরকে সঙ্গে করে কেক কেটেছেন।

33

যে নাটকের জন্য এত কিছু সেই নাটকটির নাম ‘যে কথা হয়নি বলা’। পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির।

454

শম্পা হাসনাইন বলেন, নাটকের গল্পে আমি আর সাগর স্বামী-স্ত্রী। হাস্যরসের মধ্য দিয়ে ভালোবাসার এ গল্পটি এগিয়েছে। ফিল্মি ঘরানার মজার একটি গল্প এটি। প্রথমবারের মতো আমাদের দু’জনকে এমন চরিত্রে দেখা যাবে।

shampa

সুত্র: বাংলাদেশ প্রতিদিন

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!