যেসব মুসলিম বন্দে মাতরম ও দেশের পতাকাকে সম্মান করে না তাদের দেশে থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র নেতা সংসদ সদস্য বিনয় কাটিয়া। বুধবার তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।
বিনয় কাটিয়া বলেছেন, ‘মুসলিমদের এ দেশে থাকাই উচিত নয়। তারা জনসংখ্যার ভিত্তিতে দেশকে বিভক্ত করেছে, সেজন্য এ দেশে থাকার তাদের কী প্রয়োজন ছিল? তাদের এক আলাদা ভূখণ্ড দেয়া হয়েছে, বাংলাদেশ বা পাকিস্তানে যান। এখানে তাদের কী কাজ?’। এদিকে তার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
এর আগে মঙ্গলবার সংসদে ‘মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি ভারতীয় মুসলমানদের যারা ‘পাকিস্তানি’ বলবে তাদের জন্য তিন বছরের শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com