ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর অভিযানে সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানসহ এসব ইলিশ জব্দ করা হয়। এ সময় মো. সারোয়ার আলম নামে একজনকে আটক করা হয়। সারোয়ার আদ্রা গ্রামের শহীদ ভূইয়ার ছেলে। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। জব্দ হওয়া ইলিশের বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে আটক করে সেনাবাহিনীর একটি দল। ক্যাপ্টেন সানিউল আলমের নেতৃত্বে ওই পিকআপে তল্লাশি চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসব ইলিশ অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com