ভারতের পূর্বাঞ্চলে একটি ধাবমান ট্রাকের ধাক্কায় রিকশা ভেঙে চুরমার হয়ে অন্তত ১২ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হিন্দুদের একটি ধর্মীয় উৎসবে যোগদান শেষে ফিরছিলেন।
ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গুমলা জেলার একটি মহাসড়কে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার পুলিশ জানায়।
গুমলার পুলিশপ্রধান আংশুমান কুমার জানান, ঘটনার পর চালক পতালক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com